খরতপ্ত এই দিন, এই পরিবেশ। দাবদাহে পুড়ছো তুমি। পুড়ছে তোমার হৃদয়।
দহনজ্বালা জুড়াতে তুমি কী চাও, কাকে চাও?
দহন
তমাল সাহা
দহন শব্দটি মনে পড়লে
তোমাকে কাছে পাবার কথা
খুব মনে পড়ে
তার মানে দাঁড়ালো
এই দহন এবং তুমি খুবই ঘনিষ্ঠ থাকো
দহন আছে
তাই তুমি পোড়ো
মাটির পুড়ে ফুটিফাটা হয়
আকাশে বাতাসে দহন জ্বালা
তুমি বৃষ্টি চাও, কে এই বৃষ্টি?
দহন একটি তাৎপর্যময় শব্দ।
দহন চিরজীবী হয়ে থাকুক
দহন আছে বলেই
অক্ষরেরা শব্দ হয়ে জীবিত আছে
তাই তুমি দহনকে বিষয় করে
চিঠি লেখো
কবিতার অক্ষর সাজাও
আসলে
দহন পানদানের মতো
তোমায় খাঁটি করে তোলে
দহনে ভালোবাসা
ক্রমাগত প্রগাঢ়র হতে থাকে
তা তোমার শব্দ সাজানো দেখেই
বোঝা যায়
দহন অনির্বাণ থাকুক!
দহন! তুমি আমাকে পোড়াও।