নিজস্ব প্রতিনিধি : সোমবার সকালে আবার বরফ পড়ল শৈলশহর দার্জির্লিং -এ। সকাল সাতটা থেকে বরফ পড়তে শুরু শৈলশহরে। তাপমাত্রা নেমে যায় মাইনাসের ঘরে। ঘুমে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি তে নেমে যায়। কার্শিয়াং এবং মিরিকেও তাপমাত্রা মাইনাসে চলে যায়। এমনকি শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও তাপমাত্রা নীচের দিকে নেমেছে।
সকাল থেকেই বরফের চাদরে মুড়ে গিয়েছে শৈল শহর দার্জিলিং। পর্যটকে ঠাসা দার্জিলিং এ এই বরফপাতকে বেশ উপভোগ করে করে করে চলেছে পর্যটকেরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন চারদিনে তাপমাত্রা আরো নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। এদিন শিলিগুড়িতে সকাল থেকেই কনকনে ঠাণ্ডা হাওয়া বয়ে করেছে। লোকজন শীতে জড়সড় হয়ে আছেন, নিতান্তই কাজ না থাকলে রাস্তায় বের হতে চাইছেন না কেউই।