অবতক খবর , শিলিগুড়ি :    কিছুদিন আগে প্যারোলে সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছিল দার্জিলিঙয়ের রিম্বিকের বাসিন্দা এক ব্যক্তি। তার কোভিড টেষ্ট হলে আজ রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে দার্জিলিঙয়ের ত্রিবেণী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গিয়েছে, জোড়বাংলোর কাছে প্রকৃতির ডাক অজুহাত দিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামে। তারপরই পালিয়ে যায় সে। সন্ধ্যে পর্যন্ত পলাতকের খোঁজ মেলেনি। পুলিশের তরফে দার্জিলিঙের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মাইকিং। এদিকে গোটা পাহাড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে করোনা রোগীর পালিয়ে যাবার খবর,এত কড়া পাহাড়া এড়িয়ে কিভাবে পালিয়ে গেলো রোগী সেটা নিয়ে কথা উঠেছে গোটা পাহাড়ে,তিনি অক্ষত অবস্থায় আছে কি না সেটাও খতিয়ে দেখছে প্রশাসন।