অবতক খবর,১৮ আগস্ট: দাসপাড়া মর্নিং ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল বুধবার।

দাসপাড়া হাইস্কুল মাঠে এদিন ফাইনালে চ্যাম্পিয়ন হয় বক্কর টিম। খেলা ঘিরে এদিন সবার মধ্যে ব্যাপক উৎসাহ ছিল।

দাসপাড়া মর্নিং ক্লাবের অন্যতম সদস্য রওশন আলম জানান, এলাকায় খেলাধুলার প্রতি ছাত্র-যুবদলের আগ্রহ বেড়েছে অনেকটা। মর্নিং ক্লাবের পক্ষ থেকে প্রতিদিন সকালে ক্রিকেট ও ফুটবল খেলা হয়।
পাশাপাশি এই খেলার মাঠ থেকেই স্থানীয় প্রশাসনের কাছে একটাই দাবি দাস পাড়া হাই স্কুল মাঠ দ্রুত গতি সংস্কার করে খেলা ধুলার উপযোগী গড়ে তোলার।