অবতক খবর : পূর্ব মেদিনীপুর :     সৈকত নগরী দিঘায় বেড়াতে এসে সমুদ্রস্নানে নেমে তলিয়ে মৃত্যু হল কলকাতার এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সৌভনিক দাসগুপ্ত (৩৯)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার ঘােলা থানার সােদপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন আগে উত্তর ২৪ পরগনার সােদপুর এলাকার পাঁচ বন্ধু মিলে দিঘা বেড়াতে আসেন। তারা ওল্ড দিঘায় একটি বেসরকারি হােটেলে ছিলেন।

তারা মদ্যপান করেন বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, মদ্যপান করার পর সমুদ্রস্নানে নামেন পাঁচ বন্ধু। স্নান করার সময় আচমকা তলিয়ে যান সৌভনিক। পুলিশ ও নলিয়াদের তৎপরতায় সৌভনিককে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘােষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত যুবকের বাড়িতেও খবর পাঠানাে হয়েছে।

প্রসঙ্গত, দিঘায় বেড়াতে এসে এর আগেও সমুদ্রে তলিয়ে পর্যটক মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে। মদ বা অন্য কোন নেশার দ্রব্য ব্যবহার করে সমুদ্রস্নানে নামার ফলেই ঘটেছে দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে দিঘা সমুদ্রতটে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রতটে ঘুরে বেড়ানােও নিষিদ্ধ। তা সত্ত্বেও কিভাবে ওই যুবকেরা নজরদারি এড়িয়ে নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামলেনতানিয়েউঠেছে প্রশ্ন।