অবতক খবর,১২ জুলাই: বৃষ্টি ভেজা সকালে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দু’জন। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাজকুলে। শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ দিঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে বাজকুলে মাছ বোঝাই মেশিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরে অবস্থার অবনতি হলে তমলুকের স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনা পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ভূপতিনগর থানার পুলিশ গিয়ে লরি ও মেশিন ভ্যান সরিয়ে জাতীয় সড়ক স্বাভাবিক করে। যদিও মৃত দু’জনের এখনোও পর্ষন্ত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূএে জানাগেছে, মারিশদা কালীনগর থেকে বাগদা মাছ নিয়ে ৪ জন ব্যাক্তি নন্দকুমারের দিকে যাচ্ছিল মেশিন ভ্যানটি। অপর দিক থেকে একটি লরি কাঁথি দিকে আসছিল।

প্রচণ্ড বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মেশিন ভ্যানে থাকা চারজন ব্যক্তি নিচে পড়ে যায়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হলেও, আহত দু’জনকে তড়িঘড়ি করে বাজকুলে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভূপতিনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন ” মৃত দু’জনের পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে। লরি ও মেশিন ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে “!