অবতক খবর,৭ জানুয়ারিঃ জনসংযোগে জোর দিতে সম্প্রতি ‘দিদির সুরক্ষা কবচ’ নামক নয়া কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।​ দিদির দূত হিসেবে দলীয় কর্মীরা মানুষের দুয়ারে পৌঁছবেন। কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতারা দিদির দূত’কে কটাক্ষ করে ‘ দিদির ভূত’ আখ্যা দিয়েছেন। শনিবার বেলায় জগদ্দল বিধানসভার পঞ্চায়েতের প্রধান কার্যালয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত হয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।

এছাড়াও ছিলেন কাউগাছি ১ পঞ্চায়েতের প্রধান চৈতালী কর্মকার, কাউন্সিলর সুকেশ বিশ্বাস। টানা দুমাস ধরে চলবে এই কর্মসূচি। আগামী ১১ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে জগদ্দলের বিভিন্ন এলাকায়। বিধায়ক বলেন, বিরোধীদের কাজ তো শুধু সমালোচনা করা। দেখবেন আগামীদিনে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলো দেশের বিজেপি শাসিত রাজ্য গুলোতে চালু হবে।