অবতক খবর, বারাসাত: রাজ্যপাল বিজেপির লোক , তিনি যে রকম অলীক কথা বলছেন তা দুর্ভাগ্যের। রাজ্যপাল জগদীপ ধনকরের বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গে বিরোধিতায় মুখর কংগ্রেস নেতা অধীর চৌধুরী । রাজ্যপাল এবার প্রধানমন্ত্রীর হাতে অর্জুনের তীর তুলে দিন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যাকে দরকার তাকে ঘায়েল করা হোক, এমনই কটাক্ষ শোনা গেল অধীর চৌধুরীর মুখ থেকে । ফলে সামরিক কোনো বলের বা সৈন্য বাহিনীর আর দরকার হবে না , ব্যঙ্গ করে বলেন অধীর চৌধুরী। প্রসঙ্গত ইঞ্জিয়ারিং মেলাতে গতকাল রাজ্যপাল জানিয়েছিলেন অর্জুনের তীরে পারমাণবিক শক্তি ছিল ।
অধীর চৌধুরী বারাসাত বিশেষ আদালতে হাজিরা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান , দিদি ও মোদীর ভাবনার ফারাক নেই । তাঁর আরো অভিযোগ , রাজ্যে বিজেপির পথ সুগম করেছেন মমতা বন্দোপাধ্যায় । তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে বিজেপির ১৮ আসন প্রাপ্তি তারই ফলশ্রুতি । আগে কংগ্রেস – বাম বা বিরোধীরা সাম্প্রদায়িক রাজনীতি করে নি । আজ বিজেপির উত্থানে মমতা বন্দোপাধ্যায়কে দায়ী করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বরাবর বিজেপিকে সহযোগিতা করে এসেছেন । অধীর চৌধুরী এ প্রসঙ্গে সিএএ- র ভোটাভুটির সময় তৃণমূলের ৮ সাংসদের অনুপস্থিতির কথা তুলে ধরেন । নাগরিকত্ব নিয়ে জটিলতার পাশাপাশি অর্থনৈতিক সমস্যা ও যে প্রধান সমস্যা তা তুলে ধরে অধীর চৌধুরী বলেন অন্য সমস্যার দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে ।