অবতক খবর,৫ জুন: লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গতকাল । ইতিমধ্যে ২৯টি আসনে জয়ী হয়েছেন সবুজ শিবির ।
জয়ী এই ২৯জন প্রার্থীকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সেখানে থাকবেন ডায়মন্ডহারবারের প্রার্থী
তথা তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
তৃণমূল সূত্রের খবর ,আগামী শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠক হতে পারে ।ঐদিন জয়ী সকল প্রার্থীকে ওই বৈঠকে উপস্থিত থাকতে হবে ।
২০১৯ সালে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২২টি আসন পেয়েছিল তৃণমূল ।সংসদে গিয়েছিলেন২২জন তৃণমূল প্রার্থী । কিন্তু এবার ২২ এর মাত্রা অতিক্রম দিল্লি বাড়ি যেতে পারে ২৯জন প্রার্থী ।সূত্রের খবর ,ঐদিন বৈঠকে দলের এই ফল বিশ্লেষণ হতে পারে।
জানা যায় ,জয়ী প্রার্থীদের মধ্যে থাকবেন রাজ্যের একজন মন্ত্রী ,রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ,এছাড়াও থাকবেন বেশ কয়েকজন জয়ী বিধায়ক। সাংসদ পদে থাকতে গেলে তাদের বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হবে।
সুতরাং তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়ে শনিবার কালীঘাটের বাড়িতে বৈঠকে আলোচনা করতে পারেন দলের নেত্রী ও দলের সেনাপতি ।