অবতক খবর:দীঘায় বেড়াতে এসে ফের কলেজ ছাত্রের সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনা ঘটলো। অন্য আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দীঘায়।
জানা যায়, গতকাল হুগলি জেলার তারকেশ্বর থেকে একটি রিজার্ভ বাসে করে একটি পর্যটকের দল দীঘায় আসে। তারা ওল্ড দিঘায় একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুই বন্ধু অরিন্দম দে (১৯) ও তারকেশ্বর বিশ্বাস নামে দুই কলেজ ছাত্র তারা ওল্ড দিঘা ব্লুভিউ ঘাটে স্নান করতে নামে। অমাবস্যার কোটাল থাকায় দুজনেই তলিয়ে যায় সমুদ্রের ঢেউয়ের তোড়ে। স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন তারকেশ্বরকে উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠালেও অরিন্দম তলিয়ে যায়।
বুধবার সকালে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে পুলিশ মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তারকেশ্বরের অবস্থা এখন আপাতত সুস্থ। তবে বৃষ্টির মরশুম শুরু হওয়ায় কার্যত উত্তাল থাকছে সমুদ্র, এবং পর্যটকের সংখ্যাও দিন দিন বাড়ছে পর্যটন শহর দিঘায়।