অবতক খবর,৫ জুন: আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস! সেই মোতাবেক সমুদ্র সৈকত নগরী দীঘায় স্বচ্ছ অভিমানের পাশাপাশি পরিবেশ দূষণ প্রতিরোধ গড়ে তুলতে চারাগাছ লাগানোর উদ্যোগ নেয় দীঘা পুলিশ প্রশাসন।
একইদিনে একদিকে বাঙালির জামাইষষ্ঠীর জমিয়ে খাওয়া দাওয়া অন্যদিকে বাড়ির কথা ভুলে কর্তব্য পালনে পরিবেশ রক্ষার ডাক দিয়ে ময়দানে কর্তব্যরত পুলিশ অফিসারেরা। তাঁদের এহেন উদ্যোগে আপ্লুত পর্যটক থেকে স্থানীয় মানুষজন।
তাই দূষণ মুক্ত করতে হাতে হাত লাগিয়ে প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনা পরিষ্কার করতে দেখা গেল পুলিশ প্রশাসন সহ পর্যটকদের। পাশাপাশি পর্যটকদের হাতে চারাগাছ তুলে দিতে দেয় পুলিশ প্রশাসন।
উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ দিঘা মহানা কোস্টাল থানার ওসি দেব,দীঘা ওসি বুদ্ধদেব মাল এলাকা উপপ্রধান উত্তম দাস সিভিক ভলেন্টিয়ার পুলিশকর্মীরা সেইসঙ্গে পর্যটকরাও।