অবতক খবর,২৩ অক্টোবরঃ দীপাবলির আগে বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি শহরবাসী। শহরের একেবারে প্রাণকেন্দ্রে কালিপুজোর প্রাক্কালে একটি প্লাসিক সামগ্রীর দোকানে আগুন লাগে। তবে স্থানীয় ব্যবসায়ী ও দমকলের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জানা গিয়েছে রবিবার সকালে শিলিগুড়ি হকার্স কর্নারের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে দোকান মালিক ও দমকলে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দমকল কর্মীদের কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানের অধিকাংশ সামগ্রী পুরে ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বাকি সামগ্রী দ্রুত বাইরে বের করে আনতে সাহায্য করে। তবে আগুন লাগার সঠিক কারন এখনও জানা যায় নি। স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে।