অবতক খবর,২৬ আগস্টঃ দীর্ঘ আট বছর পর শুক্রবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনের মুক্তি পেলেন অভিযুক্ত সিপিআইএম নেত্রী ফুল্লরা মন্ডল। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষ জামিন পেলেন ফুল্লরা মন্ডল। প্রসঙ্গত, ২০১১ সালে লালগড়ের নেতাই গনহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ফুল্লরা মন্ডলের। এরপর ২০১৪ সালে ফুল্লরা মন্ডল গ্রেপ্তার হয়। দীর্ঘ আট বছর ধরে তিনি জেলে ছিলেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০ হাজার টাকা বেল বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে।
এই দিন ফুল্লরা মণ্ডলকে সংশোধনাগারে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ডাঃ পুলিনবিহারী বাস্কে, বিজয় পাল সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তবে জামিনের পর তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় থাকতে পারবেন না বলে জানিয়েছেন আদালত।
তবে এই বিষয় নিয়ে এই দিন সুশান্ত ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন বর্তমান সরকারের চক্রান্তের শিকার ফুল্লরা মন্ডল, এখনো বহু সিপিআইএম নেতা জেলবন্দি রয়েছে, তবে যেভাবে বর্তমান সরকারের মুখোশ খুলছে আগামী দিনে মানুষ ছুড়ে ফেলে দেবে এই সরকারকে।