অবতক খবর,১০ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা ব্লকের বিচ্ছিন্ন একটি দ্বীপ মৌসুনী। এই মৌসুনিতে বর্তমানে প্রায় ৩৫ হাজারের বেশি মানুষের বসবাস। কিন্তু এই দ্বীপে একটিমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে কোন ডাক্তার ছিল না ফলে সাধারণ মানুষদের কোন অসুবিধা হলে নদী পেরিয়ে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হতো দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে। মৌসুনীর এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র টি চলত কয়েকজন নার্স ও কম্পাউন্ডার নিয়ে, স্থানীয় মানুষদের প্রায় ভরসা করতে হতো গ্রামীণ চিকিৎসকদের ওপর যার ফলে প্রচুর অর্থ ব্যয় হতো, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী ডাক্তারের জন্য দ্বীপবাসীরা দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।শুক্রবার সেই আন্দোলনের অবসান ঘটল।
শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একজন স্থায়ী ডাক্তার পাঠানো হয়েছে মৌসুনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
এইদিন ডাক্তারবাবু ও দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ শুভ্রনীল দাস মৌসুনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন এবং ডাক্তারবাবুর সহ বি এম ও এইচ শুভ্রনীল দাস প্রথমে হাসপাতালে পরিকাঠামো পরিদর্শন করেন এবং এইদিন নতুন ডাক্তারবাবু এসে ৫০ জনেরও বেশী রোগীর চিকিৎসা করেন ও ওষুধ দেন।
এইদিন ডাক্তারবাবুর কাছে চিকিৎসা হওয়া দীপ বাসীরা জানান দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডাক্তারবাবু এল আমরা খুব খুশি, ডাক্তারবাবু চিকিৎসা করে ওষুধ দিয়েছে আবার আসতে বলেছে আমাদের। আমরা চাই এখানে ২৪ ঘন্টা ডাক্তার বাবু থাকুক, এ বিষয়ে বি এম ও এইচ শুভ্রনীল দাস বলেন মৌসুনীর মত একটা দ্বীপ এলাকাতে কোন স্থায়ী ডাক্তার ছিল না আমি অনেক চেষ্টা করেছিলাম একজন ডাক্তার আনানোর জন্য শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একজন ডাক্তার পাঠানো হয়েছে মৌসুনি দ্বীপের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য।মৌসুনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হবে।আমরা এই ডাক্তারকে নিয়েই সার্বিক উন্নয়নের চেষ্টা করব।যাতে করে ভবিষ্যতে চিকিৎসা করানোর জন্য নদী পেরিয়ে অন্য কোথাও যেতে হবে না। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হবে। বিশেষ করে প্রসূতি মহিলাদের এই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা করানো হয় তার ব্যবস্থা খুব শীঘ্রই করা হবে।