অবতক খবর,৭ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। খোয়া গেলো বয়স্ক দম্পতির কোভিড চিকিৎসার চার লক্ষ ৪ লক্ষ ৫০ টাকা সহ সোনার গহনা। তদন্তে কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগড় এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী দিলীপবোস পোস্ট কোভিড কম্পলিকেশন চিকিৎসা করাবেন বলে বাড়িতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে রেখেছিলেন।
গতকাল গভীর রাতে তার বাড়িতে চড়াও হয় ডাকাত দল। এরপর গ্রিলের বাইরে থেকে গ্রিল খুলে দিতে বলে শুরু হয় হুমকি। ভয় পেয়ে গ্রীল খুলে দিতেই তাদের উপর চড়াও হয় ডাকাত দল।
বয়স্ক দম্পতিকে মারধরের পর তাদের গলায় ধারালো অস্ত্র ধরে শুরু হয় লুঠপাট। আলমারি ভেঙে নিয়ে যায় চিকিৎসার জন্য রাখা চার লক্ষাধিক টাকা ও একইসাথে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার।
দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালিয়ে এরপর ধানক্ষেত ধরে অন্ধকারে পালিয়ে যায় ডাকাতদল।
খবর পেয়ে ছুটে আসে আত্মীয় এবং পাড়া প্রতিবেশীরা। তারা আজ সকালে পুলিশকে খবর দিলে তদন্তে আসে কোতোয়ালি থানার পুলিশ।তদন্ত শুরু হয়েছে।