অবতক খবর , আসানসোল :    বর্ধমান জেলা ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা গঠন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দুই জেলার মধ্যে বেশকিছু ইস্যু সমাধান হয়নি। তা নিয়ে এদিন আসানসোলের কন্যাপুরে DM অফিসে এক বৈঠক করা হয়েছে। এই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ তুকারাম, মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলী সহ অনান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, দুই জেলা ভাগ হলেও এখনও বেশকিছু সমস্যা রয়ে গেছে। যেমন জমি সংক্রান্ত বিষয়, ফান্ড ট্রান্সফার এবং ফাইল ম্যানেজমেন্ট ইস্যু গুলি এখনও সমাধান হয়নি। তাই এই নিয়ে এদিন DM অফিসে এক বৈঠক করা হয়েছে। বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান প্রায় ৭০ শতাংশ ইস্যু সমাধান হয়ে গেছে। বাকি বিষয় গুলো ১৫ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।