অবতক খবর,৯ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ আজ আনুষ্ঠানিকভাবে সপ্তম পর্যায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় । এই দুয়ারে সরকার ক্যাম্পে মধ্যমগ্রাম অঞ্চলের পুরগুনা, ভেলিয়া, ধান্যখেরুর, সিহিগ্রাম সহ ১০-১২টি গ্রামের মানুষজন সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য পরিষেবা নিতে আসেন। পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ, বার্ধক্য ভাতা, তাঁত শিল্পীদের নাম তালিকাভূক্তকরণ সহ উপভোক্তাদের ৩৫ টি প্রকল্প পরিসেবা প্রদানের মধ্য দিয়ে দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। সরকারি সুযোগ সুবিধা থেকে গ্রামের মানুষ যেন বঞ্চিত না হয় সেইদিকে নজর দিয়েছেন ব্লক প্রশাসন আধিকারিকরা যেমন

অভিনব কায়দায় প্রত্যেকটি বুথে বুথে আবার সার্ভেও করা হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের খোঁজে নিচ্ছেন সরকারি আধিকারিকরা ।

সপ্তম পর্যায় পঞ্চায়েতের নির্বাচনের পর মন্তেশ্বর ব্লকে মধ্যমগ্রাম গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন পরে এই প্রথম পঞ্চায়েত প্রধান নাজেমা খাতুন লায়েক দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তার উপস্থিতিতে।

প্রধান নাজেমা খাতুন লায়েক জানান জনসাধারণের কাজ করতে পেরে তিনি অনেক আপ্লুত পাশাপাশি অনেক খুশি এবং অন্য মেজাজে দেখা যাচ্ছে

পঞ্চায়েত প্রধান কে যে সকল মানুষ তার কাছে সহযোগিতার জন্য আসছেন দুয়ারে ক্যাম্পের মধ্য দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে সকল সাধারণ মানুষ যেন সঠিকভাবে সরকারি প্রকল্পের আওতায় আসতে পারে তার জন্য নিজেই সাধারণ মানুষের আবেদনপত্র ফিলাপ করে দিচ্ছে যাতে লাইনে দাঁড়িয়ে তাদের যেন কোনো রকম সমস্যা পেতে না হয় ।

পরিদর্শনে আসেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস।