১লা ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: এখন আর বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য শহর থেকে গ্রাম কোন এলাকার মানুষকেই সরকারি বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করতে হয় না, বরং সরকারের বিভিন্ন দপ্তর এখন মানুষের কাছে পৌঁছে যায় তাদের সুবিধা প্রদানের জন্য।
আর এই ব্যবস্থাকে কার্যকর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে দুয়ারের সরকার শিবির আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাকে এক প্রকার মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানান সাধারণ মানুষজন।তাই তাই আজ মন্তেশ্বর ব্লকের প্রতিটি পঞ্চায়েতের সঙ্গে মন্তেশ্বর গ্রামপঞ্চায়েতের আয়োজিত সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে মন্তেশ্বর, লোহার, ভারুচা, সাহাপুর, আসানপুর , পাটিকেল ডাঙ্গা সহ ১০থেকে ১২ টি গ্রামের প্রত্যেকটি পাড়ায়, পাড়ায় পাড়ায় মানুষজনের দুয়ারে, দুয়ারে ,সুসজ্জিত ট্যাবলো হাজির হয়ে , স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিধবা ভাতা সহ ৩৭টি প্রকল্পের সুবিধা গ্রহনের জন্য উপভোক্তাদের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাজির হয়, সুসজ্জিত ট্যাবলো সহ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও ব্লকের ও গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা।
মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম জানান,নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত উপভোক্তা আসতে না পেরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত ৩৭টি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে নাই। তারা যাতে এইসব প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এইরকম উদ্যোগ গ্রহণের জন্য উপভোক্তাদের সুবিধার্থে সাহায্য পারছেন তাতে উপভোক্তারা দারুন খুশি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানান উপভোক্তা।