অবতক খবর,২৩ আগস্ট,জলপাইগুড়ি: সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার।
এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু মাঝে মাঝে সমস্যায়ও পড়তে হচ্ছে। কোথাও অধিক ভীড়ে চাপা পড়ছেন মহিলারা।আবার কোথাও উপযুক্ত পরিকাঠামো নেই। যেমন সোমবার সকাল থেকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম সহ একাধিক পরিষেবা দিতে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর অঞ্চলের অন্তর্গত পাতকাতা আর আর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প চলছে।
সেখানে কয়েকদিন বৃষ্টিতে মাঠে কাঁদা জমেছে।আবার সেই কাঁদায় হুড়োহুড়ি করে লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অনেকেই কটাক্ষ করে বলছেন দুয়ারে সরকারের সঙ্গে সঙ্গে দুয়ারে কাঁদাও কর্মসূচি হচ্ছে।
যদিও প্রশাসনের কর্তারা বলছে হটাৎ করে কয়দিন বৃষ্টি। তবুও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে।