উৎপল রায় : অবতক খবর : জলপাইগুড়ি :    মঙ্গলবার ময়নাগুড়িতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে বিরাট পথ মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিল শুরু হয় লালবাবা মন্দির থেকে। এরপর ময়নাগুড়ি নতুন বাজার থেকে ট্রাফিক মোড়ে এসে মিছিলের সমাপ্তির পর পথসভা করা হয়। ঐ মিছিলে অংশগ্রহণ করেন প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা।

এদিন তাদের মূল দাবি, নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ভিক্ষা নয় কর্মসংস্থান চাই। উন্নত শিক্ষার পরিকাঠামো চাই। তোষনের রাজনীতি বন্ধ করতে হবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এছাড়াও ময়নাগুড়ির সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সঠিক জায়গায় যাতে ভোট দিয়ে ময়নাগুড়ির সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায় সে ব্যাপারেও তারা মানুষকে এগিয়ে আসতে অনুরোধ করেন।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাস্ট্রীয় সম্পাদক সপ্তর্ষি সরকার বলেন” গনতন্ত্রের যে উৎসব শুরু হয়েছে তাতে সাধারণ মানুষকে সচেতন হতে এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আবেদন করছি। পশ্চিমবঙ্গের এই সরকার মানুষের সুবিধা ভাবেনি। সঠিক ভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নিয়ে এই সরকারের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে মানুষকে এগিয়ে আসার আহ্বান করছি।