অবতক খবর, মালদহ :   দেশজুড়ে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের মালদা জেলা শাখার পক্ষ থেকে কালিয়াচক টাউন লাইব্রেরী প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থ অসহায় বেশকিছু মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। মূলত শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। করোনা স্বাস্থ্যবিধি মেনে এই বিতরন পর্ব চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাকিলুর রহমান, এজাজুল হক ছাড়াও সংগঠনের আব্দুল লাহিল মামুন, মোমেনুল হোসেন সহ অনেকে। অন্যতম উদ্যোক্তা সাকিলুর রহমান জানান, সারা বছর মালদা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। রাজ্য সভাপতি এ কে এম ফারহাদের নির্দেশে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি হয়। যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন, করোনা আবহে মানুষকে মাস্ক বিতরণ ও সচেতনতা শিবির । এদিন স্বাধীনতা দিবসে করোনার কারনে বিশাল আকারে উদযাপিত করা গেল না। অনাড়ম্বর পরিবেশে অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে সংগঠন খুশি ।