অবতক খবর,১২ এপ্রিলঃ দেওঘরের ত্রিকূট পাহাড়ে ৪৮ ঘণ্টার উদ্ধার অভিযান শেষ। এদিকে শেষের পথেই ফের মর্মান্তিক ঘটনা। প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় দেওঘরের ত্রিকূট পাহাড়ে উদ্ধারকাজ চলাকালীন ফের দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজের সময় দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলা পর্যটকের।
আজ সকালে ওই এলাকায় কুয়াশা থাকায় উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর ১০ বছরের এক বালক-সহ আটকে পড়া বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করে বায়ুসেনা। রবিবার দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনার জেরে ৫টি ট্রলিতে আটকে পড়েন পর্যটকরা। গতকাল সকালে উদ্ধারকাজে নামে বায়ুসেনার Mi-17 ও Mi-17 V5 কপ্টার। বায়ুসেনার গরুড় কমান্ডোরাও উদ্ধারকাজ চালায়।