অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ       বৃহস্পতিবার মহালয়ায় ভোর থেকে তর্পণ করতে মানুষ আসেন বাঁকুড়ার রাজগ্রামের দ্বরকেশ্বর নদীর ঘাট। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে তর্পণ চলে দ্বরকেশ্বর নদীর ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান। রীতি মেনে সকলেই মহালয়ার ভোরেই পিতৃপুরুষকে তর্পণ করার জন্য জেলা সভাপতি ও প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা হাজির হন এই দ্বরকেশ্বর নদীর ঘাটে।

জেলা সভাপতি ও প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, আজকে দ্বারকেশ্বর নদীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি তৃণমূল ৫৬০০০ নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে ও তর্পণ করলাম। আজকে তাদেরকে অকালে প্রাণ দিতে হয়েছে তাদের সকলের আত্মার শান্তি কামনা করলাম।