অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ কলকাতা এবং হলদিয়া বন্দরে করোনাভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে রাজ্যে স্বাস্থ্য দপ্তর। মেডিকেল হেল্প ডেস্ক কাজ শুরু করেছে দিয়েছে বন্দরে। সেই মতো উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে বেশ কিছুদিন আগে মেডিকেল টিম পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর, এমটাই সূত্রের খবর।
কিন্তু সেখানেও দেখা যায় গাফিলতি। তবে দেরিতে হলেও শুক্রবার সকাল থেকে পেট্রাপোল সীমান্তে পৌছাল মেডিকেল টিম। খোলা হয়েছে করোনাভাইরাস হেল্প ডেস্ক। বাংলাদেশ থেকে আসা প্রতিটি যাত্রীকে পরীক্ষা করে দেখা হচ্ছে কারোর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা।
এদিন যাত্রীদের মধ্যেও সচেতনতার দেখা মিলেছে। বাংলাদেশ থেকে আসা প্রায় প্রতিটি যাত্রীকে মুখে মাক্স পরে আসতে দেখা গিয়েছে। যার থেকে স্পষ্ট পেট্রাপোল সীমান্তে কতটা করোনা আতঙ্ক গ্রাস করেছে। তবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এত দেরিতে মেডিকেল টিম? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।