অবতক খবর,৪ জুন: কাঁচরাপাড়া অঞ্চলে চন্দন রায় একটি পরিচিত মুখ। তিনি নিজেকে প্রকৃত দেশপ্রেমিক বলে মনে করেন এবং দেশসেবক বলে নিজেকে ঘোষণা করেছেন। তিনি ইতিমধ্যেই সেসব প্রমাণ রেখেছেন। স্বাধীনতা দিবসের দিন, প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন তো বটেই দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে তিনি সব সময় দাঁড়ান।

বর্তমান করোনা পরিস্থিতিতেও তিনি বিভিন্ন অঞ্চলে স্ব-উদ্যোগে স্ব-অর্থ ব্যয়ে ত্রাণ বন্টন করেছেন এবং তিনি নতুন একটি কর্মসূচি নিয়েছেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে স্যানিটেশন করবেন। এ সম্পূর্ণ তার নিজের অর্থ ব্যয়ে।

তিনি গতদিন ঘুরে দেখেন ৪ নং ওয়ার্ড কুলিয়া রোডে আবর্জনার স্তূপে সমস্ত জাতীয় পতাকা ভুলুন্ঠিত, সেখানে আস্তাকুঁড়ের মধ্যে পড়ে রয়েছে। আজ তিনি সেই পতাকাগুলিকে উদ্ধার কার্যে নেমে পড়েন।

‌তিনি এখন ওই অঞ্চলে সেই জাতীয় পতাকাগুলিকে সংগ্রহ করছেন এবং দেশের প্রতি তার যে একটা দায়িত্ব, জাতীয় পতাকার যে একটা মর্যাদা রয়েছে তার প্রমাণ রাখতে চাইছেন।