অবতক খবর :: শিলিগুড়ি :: ২২ জুন :: করোনা আবহে রাজ্য জুড়ে প্রায় বন্ধ ব্যবসা-কারবার। করোনা সংক্রমণ ঠেকাতেই একের পর এক পদক্ষেপ নিয়েছে সরকার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। আজ শিলিগুড়ির বিধান মার্কেট কমিটির পক্ষ থেকে এক জরুরি সভা ডাকা হয়েছে। মার্কেট খোলা কি বন্ধ থাকবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজকের এই বৈঠক বলে জানা গেছে।
মার্কেট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারাদিন সমস্ত ব্যবসায়ী এবং অন্যান্য দোকানদারদের সাথে আলোচনা করা হবে। যদি সমস্ত দোকানদারেরা মতদান করেন যে বন্ধ রাখতে হবে দোকান, তবেই বন্ধ রাখা হবে দোকান। তবে তার আগে কমিটির পক্ষ থেকে সমস্ত দোকানদারদের অনুরোধ করা হয়েছে বিকেল ৫ টায় যেন তারা দোকান বন্ধ রাখে। ওই সময় দমকল বিভাগ থেকে পুরো বিধান মার্কেট স্যানিটাইজ করা হবে। এদিকে বিধান মার্কেট বন্ধ থাকবে কি না এ নিয়ে দ্বিমত আছে দোকানদারদের মধ্যেও। কেউ দোকান বন্ধ রাখবার পক্ষে আবার কেউ দোকান খোলা রাখতে চান। তবে সব জানা যাবে আজ বিকেলে মার্কেট কমিটির মিটিং এর পর।