অবতক খবর,১৭ জুলাইঃ প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সশরীরে হাজির হয়ে ক্ষমা চাইলেন। তিনি বলেন ধর্মাবতার দয়া করে এক সপ্তাহ সময় দিন, আমি নির্দেশ পালন করব। বেতন বন্ধ করবেন না, বাড়িতে অসুস্থ মা আছেন।
বিষয়টি কি? আদালতের নির্দেশ পালন না করায় গুরুতর অভিযোগ ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে। সেই কারণে তার বেতন স্থগিতের নির্দেশ দেন বিচারপতি এবং আর্থিক জরিমানার নির্দেশ দেন বিচারপতি। বেতন স্থগিতের নির্দেশ শুনেই সভাপতি ভেঙে পড়েন। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই উত্তর দিচ্ছি স্যার। বিচারপতি তাঁকে দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন।
৮ আগস্ট আবার শুনানি। বিচারপতি বলেন, আপনারা অধ্যাপক মানুষ, আপনাদের শ্রদ্ধা করি। কিছু রাজনৈতিক নেতা কোর্টের নামে উল্টোপাল্টা বলেন, তাদের সম্মান করি না।
অধিকন্ত পর্ষদ সভাপতি জানিয়েছেন, তিনি এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবেন না।