অবতক খবর,২ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:ধান কেনা শুরু হলো মন্তেশ্বর ব্লকের কিষাণ মান্ডিতে।

এখন অনলাইনের মাধ্যমে ধান কেনা শুরু হয়েছে । কিষাণ মান্ডিতে ধান বিক্রি করে এবছর চাষিরা ধানের দাম কুইন্টাল প্রতি ২২০৩টাকা দাম পাচ্ছে। সয়াক মূল্য ধানের দাম , এবার বাজার মূল্যের থেকে অনেক বেশি বলে জানান পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ লালন শেখ।
কিছু কিছু চাষী জানান এখনো পর্যন্ত ফরেদের দৌরাত্ম্য শুরু হয়নি, কিন্তু কিষাণ মান্ডিতে খাদের নামে ধান একটু বেশি নেওয়া হচ্ছে।ধান ভালো থাকলেও খাদ আছে বলে চালানো হচ্ছে এই অভিযোগ তুলেন মন্তেশ্বর ব্লক কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করতে আসা কিছু কিছু চাষিরা ক্ষোভ জানান।

মিলাররা জানান ধান ভালো থাকলে খাদ ধরা হচ্ছে না। আদ্রতা ১৭ পর্যন্ত খাদের ছাড় দেওয়া হচ্ছে ধান কেনার ক্ষেত্রে। পঞ্চায়েত সমিতির
খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ লালন শেখ আরও বলেন সরকারি সহায়ক মূল্যে চাষীদের কাছ থেকে স্বচ্ছ ভাবে ধান কেনা হচ্ছে বলে জানান তিনি।