অবতক খবর ,উত্তর চব্বিশ পরগনা :: অশোক নগর থানার কাজলা মোর এলাকায় ধৃত পুলিশের নাকা চেকিং চলাতে পুলিশের বেপরোয়ার জন্য দুর্ঘটনার শিকার হল পরিবারের তিনজন।ঘটনা স্থলে একজনের মৃত্যু হয় ও ওপর দুজনকে তৎক্ষণাৎ বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুতর শোচনীয়।তাদের নাম তাপস চক্রবর্তী(৫৫) ,তাঁর স্ত্রী পূর্ণিমা চক্রবর্তী(৫০) ও তাদের ছেলে রিপন চক্রবর্তী। তারা অশোকনগর চৌবেড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় ,সরস্বতী পুজোর পর থেকেই পুলিশ অন্ধকার জায়গায় জিপ নিয়ে দাঁড়িয়ে গাড়ি ধরছিল টাকা নেওয়ার জন্য , সেই সময় নদীয়া থেকে আসছিলো গোপাল নগর এর এক দম্পতি।তারা বাইকে তিনজন ছিল। পুলিশকে দেখে টাকা দেওয়ার ভয়ে তাপস চক্রবর্তী বাইক নিয়ে দ্রুত গতিতে পালতে গিয়ে একজন পুলিশ রেলের রেলিং ঠেলে দিলে ধাক্কা মারে ও ঘটনা স্থলে মারা যায় তাপস চক্রবর্তী ও গুরতর আহত হয় পূর্ণিমা চক্রবর্তী ও তাদের ছেলে রিপন চক্রবর্তী।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দুই ঘন্টা অবরোধ করে ও পরবর্তীকালে যেন আর ধৃত পুলিশের জন্য এরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয় এই দাবি নিয়ে বিক্ষোভে বসলেন এলাকাবাসী।