অবতক খবর: রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। ভোটের দিন যত গিয়ে আসছে উত্তেজনার পারদ তত বেশি করে চড়ছে। এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বিস্ফোরক দাবি করেছেন।
বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন, ‘নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে।‘ ‘বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল’ এমনই বিস্ফোরক দাবি শোনা গিয়েছে অধীর চৌধুরীর কাছ থেকে। স্বভাবতই প্রদেশ কংগ্রেস সভাপতির এমন বক্তব্য সামনে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এক প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, রাজ্য গায়ের জোরে আইনকে বেআইনি করার চেষ্টা করছে। তাই মানুষ বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হচ্ছে। আদালত এখনও পর্যন্ত মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার বাজায় রাখতে সাহায্য করেছে। সব মিলিয়ে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক পারদ চরমে।