অবতক খবর :: রায়গঞ্জ :: যানজটে নদীতে পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল সিভিক ভল্যান্টিয়াররা। সোমবার বিকেলে রায়গঞ্জের কুলিক সেতুর ঘটনা।
জানা গেছে, এদিন কুলিক পক্ষিনিবাস সংলগ্ন এলাকায় ৩৪নং জাতীয় সড়কে যানজট তৈরি হয়। সে সময় সেতুর উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রায়গঞ্জের চন্ডীতলা এলাকার বাসিন্দা শিবু লোহার নামে এক ব্যাক্তি। সে সময় পেছন থেকে লড়ি আসতে দেখে ব্রিজের একেবারে ধারে চলে গেলে সেতু ও রাস্তার সংযোগস্থলে ফাঁক দিয়ে কুলিক নদীতে পড়ে যান ওই ব্যাক্তি। এদিকে ভরা বর্ষার জলে টইটম্বুর কুলিকের অথৈজলে তলিয়ে যেতে দেখে সেখানে যানজট মোকাবিলায় কর্মরত রায়গঞ্জ ট্র্যাফিকের তিনজন সিভিক ভল্যান্টিয়ার তৎক্ষনাৎ নদীতে নেমে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও এলাকাবাসীদের সহায়তায় নিজেদের জীবন বাজি রেখে তন্ময় সরকার, মৃনাল দেব এবং বিশ্বজিৎ বর্মন নামে ওই তিন সিভিক ভল্যান্টিয়ার ওই ব্যাক্তিকে নদী থেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিভিক ভল্যান্টিয়ারদের এই সাহসিকতাকে কুর্নিশ জানান স্থানীয়রা। এদিন এই ঘটনায় পুলিশ কর্মীরা যে সদা সর্বদা মানুষের পাশে আছেন তা আবারো প্রমান হল বলে জেলা পুলিশ প্রশাসনের কর্তাব্যাক্তিরা জানিয়েছেন।