অবতক খবর,২৮ মার্চ,মলয় দে,নদীয়া:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “উৎকর্ষ বাংলা”-র মাধ্যমে বিদ্যালয়ের পোষাক তৈরীর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো, চাকদহ উৎকর্ষ বাংলার cfap প্রাইভেট লিমিটেডে। বিগত 13 দিন যাবত চাকদহ ব্লকের ত্রিশটি স্বয়ংবর গোষ্ঠীর সদস্যদের নিয়ে বিদ্যালয়ের নীল সাদা পোষাক তৈরীর প্রশিক্ষণ শিবির শেষে আজ চাকদহ বিডিও অতনু ঘোষ অভ্যর্থনা জানালেন শিক্ষার্থীদের। উৎকর্ষ বাংলার মাধ্যমে বিদ্যালয়ের পোশাক তৈরির প্রশিক্ষণ পেয়ে খুশি স্বয়ম্ভর গোষ্ঠী থেকে আগত সদস্যরা।