অবতক খবর , নদীয়া : রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে রক্তাক্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হলো নদীয়ায়। নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি রেলওয়ে স্টেশন প্লাটফর্মে। মৃত ওই যুবকের নাম বিক্রম ঘোষ,বয়স একুশ বছর। বাড়ি বেথুয়াডহরি ব্রজপুর এলাকায়।
মৃত ওই যুবক একজন ছানার ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মত রবিবার ও ছানা নিয়ে মুর্শিদাবাদের কয়েকজনের সাথে ছোট গাড়ি করে কলকাতায় ছানা বিক্রি করার গিয়েছিলেন।কিন্তু সেদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি বলে জানা গিয়েছে পারিবারিক সূত্রে।
জানা যায়, গতকাল ভোর আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে বেথুয়া ডহরি রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মের উপর পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। মৃত ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধাড়ালো অস্ত্রের দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।পরে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কিভাবে মৃত্যু হলো ওই যুবকের, বা কারা এই ঘটনার সাথে জড়িত, তা জানতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে রেল পুলিশ।