অবতক খবর , নদীয়া :     নদীয়া শান্তিপুর গঙ্গার তীরবর্তী মেথির ডাঙ্গা, বালির চর, টেংরি ডাঙ্গা সহ একাধিক এলাকা গুলিতে দীর্ঘদিন ধরে মাটি মাফিয়াদের রমরমা ব্যবসা চলে রাতে এমনকি প্রকাশ্য দিনেও। চাষির ফসল , চাষের জমির মাটি কেটে কর্মহীন করেছে চাষীকে । ক্রমাগত মাটিকাটায় বর্ষার জলে জলরাশি ধেয়ে আসে পুরো গ্রাম গ্রাস করতে,আশ্রয়হীন হয়ে পড়ে কৃষক।

কিছুদিন আগে হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বালিচর গ্রামের মাটি মাফিয়া দৌরাত্ম্য সহ্য করতে না পেরে, এলাকার কৃষকরা জোট বেঁধে প্রতিহত করতে উদ্যত হলে, মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে পালায় মাটি মাফিয়ারা, ডুবে যায় তাদের দুটি ট্রলারভর্তি মাটি। মহামান্য হাইকোর্টের নির্দেশে শান্তিপুর থানার প্রশাসনিক সহায়তায় ওই দুটি ট্রলার উদ্ধার করতে আসলে, এলাকাবাসীর বিক্ষোভ এর মধ্যে পড়ে প্রশাসন। পরবর্তীতে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকগন বিষয়টি সরলীকরণ করতে পৌঁছান ঘটনাস্থলে।চাষীদের বক্তব্য যে মাফিয়ারা প্রকাশ্যে দিনের আলোয় তাদের চাষের জমির মাটি কেটে নিয়ে যায়! আজ তাদের পক্ষে আইনি নির্দেশ , প্রশাসনিক তত্ত্বাবধান। কিন্তু যখন চাষীদের তুলে নিয়ে গিয়ে আটকে রাখে মাটি চোরাকারবারীরা ?প্রহার করা হয়! ফসল কেটে নিয়ে যায়! আহার বাসস্থানহীন চাষীদের জন্য কি কোন আইনই নেই! তখন কোথায় থাকে এই প্রশাসনিক তৎপরতা?

স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস ডিএম অফিস, স্থানীয় জনপ্রতিনিধি সকলকে জানিয়েও প্রতিনিয়ত প্রকাশ্যে চলছে মাটিকাটা। এমনকি আজকের উদ্ধার করা ট্রলারও হয়তো আগামী দিন আমারই খাজনা দেওয়া জমির মাটির ফসল কেটে নিয়ে যেতে দেখবো!ক্ষোভে দুঃখে ফেটে পড়েন তারা, সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যে কাতর প্রার্থনা করেন ! কাগজপত্র আইন আমরা বুঝিনা! কিন্তু সন্তানসম চাষের জমি কেড়ে নেওয়া কি অপরাধের মধ্যে পড়ে না?