অবতক খবর,১৮ সেপ্টেম্বর: চাতরা পশ্চিম রামকৃষ্ণ রোড পুজো কমিটির এবারের থিম নারায়ণ দেবনাথের কাল্পনিক চরিত্র। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কোন কিছুই আটকাতে পারেনি। এমনকি মারণ করোনা ভাইরাস পর্যন্ত না! সবকিছু ভুলে বাঙালি মেতে ওঠে পুজোর কটা দিন নিয়ে।
এখন মণ্ডপে মণ্ডপে থিমের ছোঁয়া আর সেই রকমই এক অভিনব থিমে দুর্গোৎসব পালন করতে চলেছে চাতরা রামকৃষ্ণ রোড পুজো কমিটি।
তাদের মন্ডপ এবার সেজে উঠছে নারায়ণ দেবনাথের কাল্পনিক চরিত্র নন্টে ফন্টেদের নিয়ে। এবছর তাদের ৫০তম বছর। তাই এই বছরে তারা তাদের থিমে রাখছেন অভিনবত্বের ছোঁয়া।
পুজো কমিটির সদস্যদের বক্তব্য,করোনার থাবাই তাদের শৈশব হারাতে বসেছে শিশুরা। তারা বন্দি ঘরের চার দেওয়ালের মধ্যে। এই পরিস্থিতিতে তাদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ।
তাদের থিমের নাম “নন্টে ফন্টে হাঁদা ভোঁদা সঙ্গে আছে বাটুল দাদা”।
এই থিমের কথা শোনার পর দূর-দূরান্ত থেকে দেখতে ছুটে আসবেন মানুষ। আর এই মহামারীর কথা মাথায় রেখে মন্ডপের মুখেই থাকবে স্যানিটাইজার প্যানেল। মন্ডপ সজ্জার কাজ চলছে জোরকদমে।