অবতক খবর,২২ সেপ্টেম্বর: ২০০৭ সালের নন্দীগ্রামে ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের গংড়ার বাসিন্দা নিশিকান্ত মন্ডল ২০০৯ সালের আজকের দিনে আততায়ীর গুলিতে নিহত হন। আজকের দিনে গংড়াতে নিশিকান্ত মন্ডল এর মূর্তিতে শ্রদ্ধা জানাতে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

২০০৯ সালের ২২ সেপ্টেম্বর। দুর্গাপুজোর আর দু’দিন বাকি, জমজমাট সোনাচূড়া মোড়। দোকানে দোকানে ভিড়। বাড়ি থেকে সবে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান নিশিকান্ত মন্ডল। আচমকা যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে কয়েকজন। ভিড়েই মিশেছিল অনেকক্ষণ ধরে। গায়ে জড়ানো চাদরের ভেতর থেকে বের করল আগ্নেয়াস্ত্র, পরপর গুলি করল নিশিকান্ত মন্ডলকে। মাটিতে লুটিয়ে পড়লেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দোর্দণ্ডপ্রতাপ নেতা। যেখানে তাঁর বাড়ি, সেই এলাকাতেই খুন হন তিনি।