নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : পূর্ব মেদিনীপুর : গত ১০ ই মে নন্দীগ্রামে বিধানসভায় কেন্দ্রের ভোট গননাকালে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে শুভেন্দু কে হারিয়ে নন্দীগ্রাম কেন্দ্রে জয়ী হয়েছেন। তারপরে অবশ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায় শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ১১০৭৬৪ এবং মমতা র প্রাপ্ত ভোট ১০৮৮০৮ প্রাপ্ত ভোটের নিরীক্ষে শুভেন্দু অধিকারীর ই নন্দীগ্রাম বিধানসভার কেন্দ্রের জয়ী প্রার্থী। নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার।
সাংবাদিক বৈঠক করে মমতাও জানান, তিনি হেরে গিয়েছেন। কারচুপি হয়েছে এমন খবর তাঁর কাছে পৌঁছেছে বলেও জানান মমতা। এমনকি আদালতেও যাবেন বলে জানান। ভোট গণনায় কারচুপি ও পুনর্গণনার দাবিতে হলদিয়া মঞ্জুশ্রী মরে ৫ দিন ধরে ধরনায় তৃণমূল কর্মী সমর্থকরা। তাই আজ হলদিয়া গণনা কেন্দ্রে আটকে থাকা ভিভিপাট মেশিন, ইভিএম এবং নির্বাচনী জিনিসপত্র বিশাল পুলিশি নিরাপত্তায় বের করা হলো।
গত ২ মে রবিবার ভোট গণনা হবার পর বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সমস্ত জিনিসপত্র আটকে পড়েছিল গভমেন্ট হাই স্কুল। আজ নূতন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝির তৎপরতায় নির্বাচনী গুরুত্বপূর্ণনথি গুলি স্কুল থেকে বের করে রাজনৈতিক নেতাদের সামনে ভিডিও গ্রাফি করে, ইভিএম ভর্তি বাক্স গুলিকে গুনে গুনে হলদিয়া একটি ওয়ার হাউসে রাখা হয়।