অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- অধীর রঞ্জন চৌধুরীর পুরানো বিধান সভা এলাকা নবগ্রাম থেকে বহু তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান। এরমধ্যে অধিকাংশ যুবক। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস তার পুরনো শক্তি ফিরে পেতে চলেছে।
রাজ্যের অন্যান্য জেলা থেকেও কংগ্রেসে যোগদান করবে বলে মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী।
মঙ্গলবার দুপুরে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুর সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে নবগ্রাম বিধানসভা এলাকার নারায়নপুর অঞ্চল থেকে ৬০ জন , অমৃত কুন্ডু গ্রাম পঞ্চায়েত ৩০ জন ও শিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০ জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য। মোট প্রায় মোট ১৪০ কংগ্রেসে যোগদান করেন।