অবতক খবর,৩১ ডিসেম্বর,নববারাকপুর : জাকিয়ে শীত পড়তেই অসহায় বৃদ্ধ বৃদ্ধারা ভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে একটি শীত বস্ত্র কম্বল বা চাদরের জন্য। সেই সব সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের কথা মাথায় রেখেই তাদের পাশে দাড়াল স্বেচ্ছাসেবী সংগঠন মা সারদা সেবা সঙ্ঘ। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা সারদা সেবা সঙ্ঘ কালিয়ানিবাস এর উদ্যোগে নববারাকপুর পুরসভার ২নং ওয়ার্ডে কালি বাড়ি রোডে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রীতি শীত বস্ত্র কম্বল এবং শুকনো খাবারের প্যাকেট বিলি করা হয়। উপস্থিত ছিলেন স্হানীয় পুর প্রতিনিধি চিত্রকর দেবাশিস মিত্র, সংস্থার সম্পাদক সুপ্রতিম মন্ডল, সভাপতি ননীচরণ মন্ডল, রীনা ভৌমিক মন্ডল,উমা সাহা, প্রদীপ বনিক সহ বিশিষ্ট জনেরা।সংস্থার সম্পাদক সুপ্রতিম মন্ডল জানান এদিন ১২০জন দারিদ্র সীমার নীচে বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীত বস্ত্র কম্বল প্রীতি উপহার স্বরুপ এবং খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

দীর্ঘ পাঁচ বছর ধরে মানব সেবার ব্রতী হয়ে ভিন্ন জায়গায় কাজ করে চলেছে সংস্থার সদস্যরা । এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে সামান্য একটু হাসি ফোঁটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত হলাম।