অবতক খবর,৯ জুন,নববারাকপুর : শিল্পিবৃন্দে্য নামের মধ্যে রয়েছে আন্তরিকতা ও মাধুর্য। নববারাকপুর ও মধ্যমগ্রামের সৃজনশীল সাংস্কৃতিক সংস্থা। বহু গুণী শিল্পীরা স্ব স্ব মহিমায় প্রতিষ্ঠিত।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মননে চিন্তনে চির অধিষ্ঠিত।শনিবার সন্ধ্যায় নববারাকপুর রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম কে সামনে রেখে কবিপ্রণাম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সংস্থার শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন পর্যায়ের দুটি করে সংগীত পরিবেশন করেন এদিন।

শিল্পীদের সাথে যন্ত্রানুষঙ্গতে বাদন শৈলী ছিল বেশ সাবলীল পরিবেশন।সংস্থার সম্পাদক শিল্পী তাপস দাস জানান সংস্থার পথচলা শুরু ২০০৪ সালে।বৈশাখ জৈষ্ঠ মাস দুই মহান মনীষির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে প্রথম ত্রৈমাসিক কবিপ্রণাম অনুষ্ঠান।প্রতি বছর রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করা হয়। এবছর ও তার ব্যতিক্রম হয় নি।

আমরা গৌরবান্বিত নিজস্ব সাউন্ড সিস্টেমে অনুষ্ঠান বেশ ভালো সাড়া ফেলেছে।কুড়ি জন শিল্পী উন্নতমানের বেশ ভালো গান পরিবেশন করেছেন পাশাপাশি তবলা বাদক রাও যথেষ্ট ভালো বাজিয়েছেন।নবীন ও প্রবীণ শিল্পীদের কন্ঠে শ্রতিমধুর সংগীত শ্রোতাদের মন জয় করে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী মল্লিকা রায় ও দেবাশিস বিশ্বাস।