অবতক খবর,১৬ জুলাই,নববারাকপুর :রেললাইনের পূর্ব ও পশ্চিম পাড়ে প্রতিদিনই চলে ভারী যানবাহন থেকে ছোটখাটো গাড়ি। স্কুল পড়ুয়া, নিত্য পথযাত্রী থেকে সাধারণ মানুষের যাতায়াত চলে। পাশে কলোনী বয়েজ হাইস্কুল।মঙ্গলবার সকালে নববারাকপুর সাড়ে সাত নম্বর রেলগেটে রেললাইন লেভেল ক্রসিং গেট না পড়লেও আপ এবং ডাউনে দুটি ট্রেন দাড়িয়ে থাকে। চরম বিপত্তি।

রেললাইন টপকে গাড়ি ও ঢুকে পড়ে। অপরদিকে ডাউনে গাড়ি দাঁড়িয়ে। সিগনাল অবস্থায রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। ঘটতে পারত বড় সড় দুর্ঘটনা। ব্যপক যানযট রেললাইন দুই পাশে। লম্বা লাইন দাড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন।যাত্রীদের চরম ভোগান্তি প্রায় এক ঘন্টার ওপর।বেশ কিছু দিন ধরে এবড়ো খেবড়ো পাথর ফেলে কাজ চলছে।

দিনের পর দিন এইভাবে চরম ভোগান্তি পোহাতে হয় রেল প্রশাসনের চরম উদাসীনতায় এলাকার মানুষের অভিযোগ। নেই কোন ট্রাফিক পুলিশ এর ব্যবস্থা। প্রশ্ন উঠছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে।