অবতক খবর,২৭ আগস্ট: নবান্নে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন তৃণমূল নেতা অরিন্দম দাস।
অরিন্দম দাসের বাড়ি মধ্যমগ্রাম এলাকায়। যাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন অরিন্দম বাবু, গতকাল তাকে টাকা দেবার জন্য ঘোলা মুড়াগাছা অঞ্চলে ডাকে সমস্ত চাকরি প্রার্থীর লোকজন। আর সেই ফাঁদে পা দিয়ে টাকা নিতে আসেন মুড়াগাছা মোরে অরিন্দম দাস।
সেই সময় এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে সে স্বীকার করে যে সে চাকরি দেওয়ার নাম করে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছে।
এরপর তাকে ঘোলা থানা পুলিশের হাতে তুলে দেন সেখানকার স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।
আজ ব্যারাকপুর আদালতে পাঠালে তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত।
এই বিষয়ে বারাকপুর ২ পঞ্চায়েতের সভাপতি সুপ্রিয়া ঘোষ জানান, আইন আইনের পথে চলবে।দলের নাম ভাঙ্গিয়ে প্রতারনা করা যাবে না।