নবারুণ শব্দটাই একটি আশাবাদী উচ্চারণ

নবারুণের প্রতি
তমাল সাহা

১) গেরিলা ফাইট

শালা! হারামি!
ইতরামির জায়গা পাওনা
দেশ দিচ্ছ বেচে?
আরে, আমরাও আছি খচে।

গেরিলা ফাইট হবেই
আমরা আছি বেঁচে–
সঙ্গে আছে ডিনামাইট, গ্রেনেড
আর গ্যেভারা চে।

২) কমিউনিস্ট

হতেই হবে কমিউনিস্ট।
দশ দিন কেন
দশ হাজার,দশ লক্ষ দিন তারা লড়বে–
এটাই মোদ্দা কথা
যতক্ষণ না লাল হচ্ছে সেই দিগন্ত ইস্ট।

যুদ্ধ চলবেই
ঊর্ধ্বে তোলো পেশীবহুল রিস্ট।

৩) মন্ত্রীদের মৃত আত্মা

মৃত আত্মাদের সঙ্গে কথা বলতো
হারবার্ট সরকার।
রবীন্দ্রনাথ-নেহেরুর সঙ্গেও
কথা বলেছিল সে।

খবর পাঠিয়েছে
এখন শুধু কথা বলবে রাষ্ট্রনেতাদের সাথে,
পারলৌকিক ভৌতিকে নিভৃতে।

জরুরি ভিত্তিতে পাঠাতে বলেছে
খুন হয়ে যাওয়া মন্ত্রীদের আত্মার
তার নাকি খুবই দ্রুত দরকার!