অবতক খবর,২ আগস্ট:আজ ভাটপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড এবং কাটাডাঙা অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি দেবরাজ চক্রবর্তী,জেলা সাধারণ সম্পাদক তথা ভাটপাড়ার স্পেশাল ইনচার্জ সুবোধ অধিকারী,কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামীর হাত ধরে অগনিত কর্মীরা বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন।


ভাটপাড়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ধরমপাল গুপ্তা কিছুদিন আগেই বলেছিলেন যে,আমরা সুবোধ অধিকারীকে মান্যতা দেব না। তিনি বলতে চেয়েছিলেন, তারা সুবোধ অধিকারীর বিরোধিতা করবেন।

কিন্তু আজ সেখানে কর্মীদের যোগদানের সময় দেখা গেল নারায়ণ গোস্বামী, তিনি মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দেন যে, “অর্জুন সিং সাংসদ নির্বাচিত হওয়ার পর সুবোধ অধিকারীর নেতৃত্বে প্রায় ৭০ হাজার মানুষ আজ বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। সুতরাং ব্যারাকপুর তাঁর নেতৃত্বেই চলবে। কারণ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সুবোধ অধিকারীই তৃণমূলকে ফিরিয়ে এনেছেন। সুতরাং সুবোধ অধিকারীর কথা সবাইকে মেনে চলতে হবে, কারণ তিনি ব্যারাকপুরের দায়িত্বে রয়েছেন।”

অন্যদিকে নবনিযুক্ত যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীও জানান যে, “যুবদের নয়নমণি এখন সুবোধ অধিকারী। কারণ আমি তাঁর ক্রিয়াকলাপ সম্পর্কে অবগত ছিলাম এবং আছি। আমি দেখেছি তিনি কিভাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পরিবর্তন এনেছেন। এর পাশাপাশি তিনি সাংসদ অর্জুন সিং-কে কোনঠাসা করে দিয়েছেন। ফলে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন ছাত্র-যুবরা।”

আজ এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমল অধিকারী, সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক অরূণ ব্যানার্জী, সত্যেন রায় ও হিমাংশু সরকার সহ জগদ্দল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সপ্তর্ষি রায় ও ঋষি বঙ্কিম ব্লক-২ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাধামাধব চ্যাটার্জী।