অবতক খবর,২৬ নভেম্বর: আজ মুর্শিদাবাদের লালবাগের মূল ফটকে অবস্থান বিক্ষোভ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নসিপুর আজিমগঞ্জ রেল স্টেশন ব্রিজ কাজ হয়েছে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব লালবাগ স্টেশনে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের শুভশ্রীর করেছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলো এখনো পর্যন্ত রেল ব্রিজ চালু হলো না। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকের লালবাগ স্টেশনে বিক্ষোভ অবস্থান করা হলো রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
তাদের দাবি অবিলম্বে নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে চালু মুর্শিদাবাদের সঙ্গে আজিমগঞ্জ জংশনের সংযোগ স্থাপন করতে হবে, মুর্শিদাবাদ স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা চলবে না। ডাউন ট্রেন গুলি এক নম্বর প্লাটফর্মে পাস করাতে হবে লালগোলা শিয়ালদা কৃষক স্পেশাল ট্রেন প্রতিশ্রুতি মত চালু করতে হবে এইরকমই বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে তাদের আন্দোলন বলে জানা যাচ্ছে।