অবতক খবর,২৩ জুলাই: নাগেরবাজার ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত হকারদের জিনিসপত্র সরিয়ে উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগেরবাজার থানার পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই হকার উচ্ছেদ অভিযানে নামে দক্ষিণ দমদম পৌরসভা।  মূলত ফ্লাইওভারের তলায় প্রচুর হকার ব্যবসার জন্য বসেন যার ফলে যানজট সৃষ্টি হয় তাই ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত দোকানপাট বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে হকারদের দাবি তাদের পুনর্বাসন না দিয়ে কোনরকম উচ্ছেদ করা যাবে না এটার জন্য দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান কে কৈফিয়ত দিতে হবে।

একদিকে যখন রাজ্য প্রশাসন আপাদত হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানে নাগেরবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযানকে ঘিরে উঠছে প্রশ্ন।