অবতক খবর,২১ ফেব্রুয়ারিঃ নাগেরবাজার দমদম ও নিমতা অঞ্চলের দীর্ঘদিন ধরে উৎপাত করছিল রবিউল গাজী। ধৃত বাংলাদেশি বাসিন্দা বলে জানা গিয়েছে নাগেরবাজার থানায় ওয়ান্টেড হিসেবে পুরস্কার ঘোষণা হয়েছিল রবিউলের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয় শিয়ালদহ অঞ্চল থেকে।

অভিযোগ গাছ থেকে নারকেল পাড়া কিংবা গাছ ছাটাই করার নাম করে প্রথমে যেই বাড়িতে অল্প কিছু মানুষ থাকতো সেই বাড়িতে টার্গেট করত রবিউল এরপর সুযোগ বুঝে যখন গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী একা থাকতেন সেই সময় ঘরে ঢুকে অল্প টাকায় ডাব পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিংবা ঘরবাড়ি পরিষ্কার করার প্রলোভন দেখিয়ে তার ঘরে ঢুকে পড়ে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে লুটপাট চালাতে রবিউল। বিস্তীর্ণ দমদম এলাকা থেকে একের পর এক অভিযোগ আসছিল রবিউল এর বিরুদ্ধে। বাধ্য হয়ে নাগেরবাজার থানার পুলিশ তাকে ওয়ান্টেড ঘোষণা করে তার খোঁজ দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। নিমতা থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে। আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।