অবতক খবর,১৬ জুলাই: ধর্মাচরণের ক্ষেত্রে কারুর যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে নজর রাখতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। বুধবার একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে উল্টোরথ এবং মহরম।

সে উপলক্ষে কারুর যাতে কোথাও কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারে নজর রাখার জন্য রাজ্য প্রশাসনের তরফে অনুরোধ জানিয়েছেন ডিজি রাজীব কুমার।একই সঙ্গে কেউ যাতে কোথাও আইন নিজের হাতে না তুলে নেন, তাও নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।

বলেছেন, কোথাও যদি গন্ডগোলের সামান্যতম খবর কারুর কাছে থাকে, তা জানানোর জন্য বা শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিজির কথায়, নিজের নিজের ধর্ম পালনের অধিকার সবার রয়েছে, কিন্তু তা কখনও অন্যের অসুবিধা করে নয়। এমন কোনও ঘটনার ইঙ্গিত পেলে কঠোরতম ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছর এই সময়ে কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছিল, তার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আগাম সতর্ক রয়েছে বলেছেন জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।