অবতক খবর,৮ আগস্ট,কাকদ্বীপ: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলায়। ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। নিম্নচাপের জেরে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যে মৎস্য দপ্তর। এটি মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছিল।
কারণ সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলে জানা গিয়েছে। বাংলা আকাশে দুর্যোগের ভ্রুকুটি। দুর্যোগ মোকাবিলায় ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সোমবার কাকদ্বীপের সেচ দপ্তরে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও সেচ প্রতিমন্ত্রী সামীনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন কাকদ্বীপ মহকুমারের সেচ দপ্তরের আধিকারিকেরা।
দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এর সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক চলে। নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফলায় সুন্দরবনের নদী গুলিতে জলস্ফীতি দেখা দেবে। ইতিমধ্যে নিম্নচাপে জেরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে মাটির নদী বাঁধ ভেঙে এলাকা, প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত সুন্দর বাসী।এ উপকূলের অংশে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
আনুমানিক প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক শেষে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের নদী বাঁধ মেরামতির কাজ চালানো হচ্ছে সেচ দপ্তর। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী কে। জেলার ব্লক প্রশাসনের আধিকারিক দের প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপকূল তীরবর্তী এলাকার মানুষজনকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করার কাজ চালাচ্ছে। জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলা সব রকম ভাবে প্রস্তুত।