নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়ার সিমলাপালের খয়েরগেড়িয়া এলাকার শ্মশান যাত্রী প্রতিক্ষালয় তৈরী হচ্ছে নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে অভিযোগ উঠলো এক ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়ার সিমলাপালের খয়েরগেড়িয়া এলাকার ঘটনা। আর এই খবর পেয়ে গ্রামে গেলে সংশ্লিষ্ট ঠিকাদার একটি জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে দূর্ব্যবহার করেন বলেও অভিযোগ। এমনকি তাকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
এলাকার মানুষের অভিযোগ, গ্রামের খাল পাড়ে একটি শ্মশান যাত্রী প্রতিক্ষালয় তৈরী হচ্ছে। কিন্তু অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি বলে একাংশের গ্রামবাসীদের অভিযোগ। এমনকি প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে সম্পূর্ণ বেআইনীভাবে ঐ নির্মাণ কাজে শিশু শ্রমিকদের কাজে লাগানোর অভিযোগ উঠতে শুরু করেছে।
যদিও ঐ ঠিকাদার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
পঞ্চায়েতের প্রধানও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা পঞ্চায়েতের তরফে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।